কুষ্টিয়ার মাধপুরে সাপের কামড়ে বৃদ্ধা মহিলার মৃত্যু “

তিতাস আহম্মেদঃ
মঙ্গলবার ৭ অক্টোবর ২০২৪। সাপের কামড়ে সেলিনা আক্তার (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৪ ঘটিকার সময় কুষ্টিয়া সদর উপজেলা ইবি থানার ১০নং উজানগ্রাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাধপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু মাজেদের স্ত্রী বৃদ্ধা সেলিনা আক্তার।চার কন্যা ও ১পুত্র ছেলে জননী ছিলেন।
সেলিনা মাটির দেয়াল ও চিটেন ছাউনির দুই কক্ষ বিশিষ্ট একটি ঘর আছে। ঘরটি এক পাশে মাটির মোটা আকৃতির দেওয়াল আছে, দেয়ালটিতে অসংখ্য ইঁদুর দ্বারা ছিদ্র ও বড় ধরনের গর্ত আছে।
পারিবারিক সূত্রে জানা যায় সেলিনা আক্তার তার নিজ কক্ষে একলাই ছিলেন। সকাল ৪ঃ১০ ঘটিকার সময় তার ঘুম ভেঙ্গে যায়, সেলিনা আক্তার ভাবে ইঁদুরে কামড় দিছে। কিন্তুু জ্বালা যন্ত্রণা মাত্রা বেড়ে গেলে পাশের রুমে তার নানী ছেলেদের চিৎকার করে ডাক দেয় তাৎক্ষণিক সকলেই এসে সাপ কামড় দিছে কি না তা জানার জন্য মরিচ খেতে দিলে মরিচ মিষ্টি লাগছে বলে জানান।
সেই মুহূর্তে অ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসরা চিকিৎসার কার্যক্রম শুরু করে।তখন রোগীর অবস্থায় খারাপ হওয়ায় এন্টিভেনম দেয়ার পর পরই সময়ই তার মৃত্যু হয়।
কুষ্টিয়া২৫০ শয্যা বিশিষ্ট হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসা সেলিনা আক্তার মৃত্যু নিশ্চিত করেন।