বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন

ভেড়ামারা জুনিয়াদহ ইউনিয়ন ছাত্রদলের পরিচিতি সভা

Reporter Name / ১৮৭ Time View
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

ভেড়ামারা প্রতিনিধিঃ

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, বিএনপির পরিক্ষিত জিয়ার একনিষ্ঠ সৈনিক আবুল কালাম আজাদ আবুল বিশ্বাস বলেন, পলাতক স্বৈরাচারী খুনি হাসিনা তার সরকারের আমলে গত ১৫ বছরে প্রায় ১ লাখ ২৫ হাজার মামলায় ৮০ লাখেরও বেশি মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছেন। শুধু তাই নয়, দীর্ঘ ১৫ টি বছর স্বৈরাচার খুনি শেখ হাসিনা বিএনপির সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গুম, খুন করে বাকরুদ্ধ করে রেখেছিলেন। তিনি বলেন, আমরা বিএনপি মূলধারার রাজনীতিতে বিশ্বাসী, দেশ নায়ক তারেক জিয়ার ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের পক্ষে কাজ করে চলেছি। ভেড়ামারা-মিরপুর বিএনপির কান্ডারী তিন বারের সাংসদ বীর মুক্তিযোদ্ধা জননেতা অধ্যাপক শহিদুল ইসলামের নেতৃত্বে এ অঞ্চলে বিএনপির দুর্গ গড়ে উঠেছে। সংগঠনকে বেগবান উজ্জীবিত ও আন্দোলন সংগ্রামে প্রাণ সঞ্চার করছেন আরেক সংগ্রামী জননেতা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সফল সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম মালিথা। আমার এই দুই নেতার হাত কে আর-ও শক্তিশালি করে আগামী দিনে তাদের নেতৃত্বে দলকে এগিয়ে নিয়ে যেতে চাই আজ শনিবার সন্ধ্যায় ভেড়ামারার জুনিয়াদহ বাজারে ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে পরিচিত সভায় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ আবুল বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়ন শাখা ছাত্রদলের এক পরিচিতি সভা বিএনপির সহযোগিতায় পরিচিতি সভায় ছাত্রদল নেতা খায়রুল ইসলাম এর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা সবুজ ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন ভেড়ামারা উপজেলা ছাত্রদলের আহবায়ক এসএম রানা, পরিচিতি সভায় বক্তব্য রাখেন জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ একরামুল হক বাবলু,জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ,জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জুনিয়াদহ বাজার কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, জুনিয়াদহ ইউনিয়ন যুবদলের আহবায়ক শফিক মালিথা, ২ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শিহাবুল ইসলাম, ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলতামাস আসলাম নিউটন। সভায় জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর

You cannot copy content of this page

You cannot copy content of this page