মসজিদে দুইমাস জামাতে নামাজ আদায় করে ২২ জন ছাত্র উপহার পেল বাইসাইকেল

আবিরঃ
বেশ কিছুদিন আগে ইবি,র সোনাইডাঙ্গা গ্রামের বাইতুন নূর জামে মসজিদ কমিটি ঘোষনা দিয়েছিলেন যে, গ্রামের ছোট ছোট, বাচ্চারা /ছাত্ররা,মসজিদে দুই মাস জামাতের সাথে নিয়মিত নামাজ আদায় করলে তাদেরকে বাইসাইকেল উপহার দেওয়া হবে।
তারি ধারাবাহিকতায় আজ শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার সোনাইডাঙ্গা গ্রামের বাইতুন নূর জামে মসজিদে শুক্রবার জুম্মার নামাজের শেষে দুইজন ছাত্রদের মাঝে বাইসাইকেল উপহার প্রদান করেন।আরো ২২ জন ছাত্রদেরকে বাইসাইকেল দেওয়া হবে পর্যায়ক্রমে। এমনটা জানিয়েছেন মসজিদ কমিটি।এই সময় উপস্থিথ ছিলেন বাইতুন নূর জামে মসজিদের সভাপতি রফি উদ্দিন. মসজিদ কমিটির সাবেক সভাপতি ও উজানগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান।তিনি সবার উদ্দেশ্য করে বলেন,আমাদেরকে নিয়মিত নামাজ আদায় করতে হবে,নামাজ ছাড়া আমাদের মুক্তি নাই।আমরা গ্রামের ছোট, ছোট বাচ্চাদের মসজিদ মূখি করতে এমন উদ্যোগ গ্রহণ করি।এইদিকে মসজিদের বিষয় নিয়েও আলোচনা করেন।তিনি বলেন ২০১৮ সালে এই মসজিদের কার্যক্রম শুরু হয়ছে।গ্রামে মোট ৩ টা মসজিদ ও একটা এতিমখানা আছে,তবে অল্প সময়ে মসজিদের সব কাজ শেষ করতে পারিনাই।আপনারা আমাদের মসজিদের দিকে একটু নজর দিলে আরো উন্নতি করা সম্ভব হত।আমাদের হিসাব নাম্বার ০২০০০১৫৩৩৪৮৯৪ অগ্রণী ব্যাংক, উজানগ্রাম শাখা,ইবি কুষ্টিয়া। মোবাইল নাম্বার. ০১৭১২-৯২৬৫১৩.
এর পরে তিনি ছাত্রদের হাতে সাইকেল তুলে দেন।সাইকেল পেয়ে অনেক খুশি ছাত্ররা,হাসিমাখা মূখে সাইকেল চালিয়ে বাড়িতে যান।বাইতুন নূর জামে মসজিদের ইমাম মিজানুর রহমান জানান,আমাদের কার্যক্রম চলতেই থাকবে।আমারা ছোট থেকেই তাদেরকে পাচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ানোর চেষ্টা করবো।তবে ৩৫ জন ছোট বাচ্চাদের মধ্যে ২২ জন নিয়মিত নামাজ আদায় করেছে ও বাকিরা দুই এক ওয়াক্ত বাদ দিয়েছে।আশা রাখি সামনের দিনগূলোতে সবাই নিয়মিত নামাজ পড়বে।তবে নামাজ পড়তে এই ভিন্নরকম আয়োজন দেখে খুশি গ্রামবাসী।