শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমিটি গঠিত

Reporter Name / ২০২ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

তিতাশ আহম্মেদ চাদঃ

বাংলাদেশ যুব উন্নয়ন ফোরাম কুষ্টিয়া জেলার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সাব্বির তালুকদার এবং মোঃ রাজিবুল হক রনি স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রাকিবুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন তিতাস আহম্মেদ। ২১ সদস্যের এই কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে মোঃ আলমগীর হোসেন মোঃ আশরাফ আলি মিথিলা আক্তার জুঁই। যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন আব্দুল হালিম আকাশ খন্দকার লিমন ইসলাম আন্নিকা ইসলাম চাঁদনী এছাড়া কার্যকরী সদস্য হিসেবে মামুনুর রশিদ বাপ্পি তানজিদ ইসলাম হামজা পলাশ আহম্মেদ রিপর আলী হোসেন মাইমুদ পারভেজ হোসেন আহমেদ সাইফুল্লাহ খালিদ শেখ মাহফুজুর রহমান সুমাইয়া ইয়াসমিন সুরাইয়া সিদ্দিকা সিজান খান আব্দুল্লাহ নাসের মোঃসোয়াইব হাসান সায়েদ পারভেজ হোসেন দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত আহবায়ক রাকিবুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে যুবক ও যুবতী নারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করে তাদের কর্মমুখী দক্ষতা বৃদ্ধি করা। যুবদের স্ব-কর্মসংস্থানে উপযোগী করে গড়ে তোলার পাশাপাশি, দেশ-বিদেশের শ্রম বাজারে উপযোগী দক্ষ মানবসম্পদে পরিণত করাই আমাদের উদ্দেশ্য। যুবকদের মাঝে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও জ্ঞান বিকাশ ঘটানোই আমাদের অন্যতম লক্ষ্য।”

কমিটির সদস্য তিতাস আহম্মেদ বলেন, “তারুণ্যের বৈশিষ্ট্য হচ্ছে বাঁধা না মানা। চেতনা দীপ্ত তরুণরা যখন জাগ্রত হয়, তখন তারা সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে বিজয় ছিনিয়ে আনে। আমাদের কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককেও নতুন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর

You cannot copy content of this page

You cannot copy content of this page