সিমান্তে থেকে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার, যুবক আটক

মোঃ সেলিম রেজা রনি
কুষ্টিয়ার দৌলতপুর সিমান্ত এলাকা থেকে বিদেশী অত্যাধুনিক পিস্তল দুই টি ম্যাগজিন এবং একরাউন্ড গুলিসহ জুয়েল রানা(২৫) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
বুধবার দিবাগত মধ্যরাতে, উপজেলার চিলমারী ইউনিয়নের ভারতীয় সিমান্তবর্তী এলাকা ডিগ্রির চর এলাকা থেকে জুয়েলকে আটক করা হয়। জুয়েল ওই এলাকার জাহাঙ্গির আলমের ছেলে। এবং চিহ্নিত অস্ত্র ব্যাবসায়ী।
আজ বুধবার দুপুরে বিজিবি এর ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুব মুর্শেদ রহমান পিএসসি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে আমরা জানতেপারি দৌলতপুর উপজেলা ডিগ্রির চর এলাকায় একটি অস্ত্রের চালান হাত বদল হবে। এমন সংবাদের ভিত্তিত্বে সেখানে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় জুয়েল রানাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার দেয়া তথ্য মোতাবেক তার হেফাজত থেকে একটি বিদেশী অত্যাধুনিক পিস্তল দুইটি ম্যাগজিন এবং এক রাউন্ড গুলি জব্দ করা হয়। তিনি আরো, এবিষয়ে দৌলতপুর থানার অস্ত্র আইনে মামলা করা হবে।
এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, আমরা মাত্র আসামি পেয়েছি মামলা হলে কারাগারে পাঠানো হবে।
Leave a Reply

Погружаемся в мир азартных ощущений, где селектор казино становится вашим лучшим помощником в поиске
