বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন

দৌলতপুর আমদহ মাঠে জোরপূর্বক জবর দখল ও ফসল নষ্ট করার অভিযোগ 

Reporter Name / ১৬১ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

দৌলতপুর প্রতিনিধিঃ

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পুরাতন আমদহ মাঠে জোরপূর্বক জমি দখল ও ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে,  মোঃ শাহিনুর রহমান খোকন  তারিখ-০৪/১২/২০২৪ইং, পিতা-মোঃ মহির ভেদ্দিন, সাং-পুরাতন আমদহ, ইউনিয়ন-পিয়ারপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া, বাদি হয়ে দৌলতপুর থানায় একটি অভিযোগ করেন, অভিযোগ সূত্রে জানা যায় ১। মোঃ সুমন হোসেন (৪৫) পিতা-মোঃ রহিম উদ্দিন মন্ডল ২। মোঃ আমিরুল ইসলাম (৫৫) পিতা- মোঃ ছুন্নত মোল্লা ৩। মোঃ আকবর আলী (৫৫) পিতা মৃত-ইয়াদ আলী মন্ডল ৪। মোঃ তজেল মন্ডল (৫০) ৫। মোঃ জালাল মন্ডল (৪৭) উভয় পিতা মৃত-আছিরুদ্দিন মন্ডল ৬। মোঃ আব্দুর রাজ্জাক (৪০) পিতা মৃত-মুঞ্জিল ৭। মোঃ বিল্লাল মন্ডল (৪০) পিতা মৃত-ওয়াজ মন্ডল ৮। মোঃ জাহাঙ্গীর মন্ডল (৫০) পিতা মৃত-ওয়াজ মন্ডল ৯। মোঃ মুন্না হোসেন (২৬) ১০। মোঃ জিশান (২২) উভয় পিতা-মোঃ আমিরুল ইসলাম ১১। মোঃ আয়েন উদ্দিন (৫৫) পিতা মৃত-কায়েম উদ্দিন, সর্ব সাং-পুরাতন আমদহ, ইউনিয়ন-পিয়ারপুর, খানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদের বিরুদ্ধে এই মর্মে থানায় আসিয়া অভিযোগ করিতেছি যে, বিবাদীরা খুবই অসামাজিক ও লোভী প্রকৃতির। পক্ষান্তরে আমার আমদহ মৌজায় ০৮ (আট) বিঘা জমি আছে। যাহার আরএস খতিয়ান- ১৩০৭, আরএস দাগ-৪৬৩, ২৫১৯, ২৫২১, ৩১৪১, ৪৭০, মোট জমির পরিমান-০৮ (আট) বিঘা মাত্র। উক্ত জমি উল্লেখিত বিবাদীরা জোরপূর্বক জবর দখল করার পায়তারা করিয়া আসিতে থাকে এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকি, মিথ্যা মামলার ভয়ভীতি সহ খুন জখমের হুমকি দিয়া সিতে থাকে। এমতাবস্থায় ইং গত  ০৮-১২-২০২৪ তাং সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় উল্লেখিত বিবাদীরা আমার জমিতে থাকা সরিষা, গম, তামাক, মসুরীর ফসলের ক্ষেতে ভিতর অনধিকার   দাবি করে প্রবেশ করিয়া পাওয়া টিলার দিয়ে জোরপূর্বক জবর দখল করার জন্য চাষ দিয়ে আমার ফসল নষ্ট করিয়াছে ক্ষতির পরিমাণ  অনুমান ১,০০০,০০/- (এক লক্ষ) টাকার ক্ষতি সাধন করিয়া চলিয়া যায়। আমরা লোক মারফত সংবাদ পাইয়া  জমিতে গিয়া দেখি যে,  বিবাদীরা জোরপূর্বক আমার জমি জবর দখল করার জন্য চাষ করিয়া ক্ষতিসাধন করিয়াছে। উক্ত ঘটনার সাক্ষী ১। মোঃ বুলবুল আহমেদ তমাল (৩২) পিতা মৃত-মোজাফফর হোসেন ২। মোঃ তহিদুল ইসলাম (৩৮) পিতা-মোঃ আমজাদ হোসেন ৩। মোঃ আজিম উদ্দিন (২৬) পিতা-মোঃ মোকাববর হোসেন, সর্ব সাং-পুরাতন আমদহ, ইউনিয়ন- পিয়ারপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া সহ আরো অন্যান্য লোকজন ঘটনা দেখে ও শোনে। এই ঘটনার ব্যাপারে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও আমার আত্মীয় স্বজনের সহিত আলাপ আলোচনা করিয়া থানায় অভিযোগ করিতে কিছুটা বিলম্ব হইল। এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা বলেন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর

You cannot copy content of this page

You cannot copy content of this page