মিরপুরে জাতীয় পার্টির (কাজী জাফর) বিশাল জনসভা।

কাজী মিজানুর রহমান :
এই দেশে যে দিন নির্বাচন হবে, সেই দিন বিএনপি জয়লাভ করবে আর সেই দিন নেতৃত্ব দেবেন তারেক রহমান…… সাবেক এমপি আহসান হাবিব লিংকন।
কুষ্টিয়া মিরপুর চিথলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জাতীয় পার্টির (কাজী জাফর) উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩ টার সময় উক্ত জনসভায় চিথলিয়া ইউনিয়নের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া -২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সাংসদ সদস্য, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টির ( কাজী জাফর) জনগনের জনপ্রিয় নেতা আহসান হাবিব লিংকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ জাহাঙ্গীর হাফিজ লালু, মিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মেজাম্মেল হক, ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ এম.এ চাঁদ মন্ডল, মিরপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহাবুল ইসলাম, মিরপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মোঃ রবিউল ইসলাম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুল হক খান প্রমুখ। এসময় পরিচালনা করেন মোঃ রিয়াজুল হক লালন ও
আয়োজনে ছিলেন চিথলিয়া ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের (কাজী জাফর) নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আহসান হাবিব লিংকন বক্তব্যে বলেন, এই দেশে যে দিন নির্বাচন হবে, সেই দিন বিএনপি জয়লাভ করবে আর সেই দিন নেতৃত্ব দেবেন তারেক রহমান। তিনি আরো বলেন এবার যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী আশ্বিন হয় শহীদ জিয়াউর রহমানের মতন তারেক রহমান হবে জনগণের বন্ধু।