ইবি,র উজানগ্রাম ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী কমিটি ঘোষণা

আজিজুল ইসলামঃ
কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামী ২০২৫-২৬ সালের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করেছে। সম্প্রতি কুঠি বাজার জামে মসজিদ প্রাঙ্গনে সকাল ৯ টার দিকে এক সভায় এই কমিটি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ইসলামের নীতি ও আদর্শকে সামনে রেখে নবগঠিত কমিটি সমাজকল্যাণমূলক কাজ ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করার লক্ষ্যে কাজ করবেন বলে জানান।
নবগঠিত কমিটিতে মোঃ হায়দার আলী মাষ্টারকে (ইউনিয়ন আমির)ও মাওলানা কামাল হোসেনকে (সেক্রেটারি) হিসাবে বহাল রেখে বাকি সদস্যরা হলেন,সহকারী সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খুরশীদ আলম পল্টু,শ্রমিক কল্যাণ সম্পাদক আব্দুল খালেক, ওলামা সম্পাদক মাওলানা হুসাইন আহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ওমর ফারুক, যুব সম্পাদক মোঃ শিপন আলী, পেশাজীবী বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ সাইফুল ইসলাম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডাঃ বাবুল হোসেন, ব্যবসায়ী বিষয়ক সম্পাদক মোঃ আকরাম আলী খান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ আতিয়ার রহমান, প্রচার সম্পাদক ডাঃ আলিমুজ্জামান ঝন্টু,এবং ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আহাম্মদ আলী কলমকে কমিটিতে রাখা হয়।
ইউনিয়ন আমির মো: হায়দার আলী মাষ্টার এর নেতৃত্বে কমিটির সদস্যরা স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সমন্বয় ও উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন করবেন। এই কমিটি সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, নৈতিক উন্নয়ন, এবং দারিদ্র্য বিমোচনে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
নেতৃবৃন্দ বলেন, “ইসলামের সঠিক আদর্শের পথে চললে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হবে।” তারা জনগণকে ইসলামের পথে আহ্বান জানিয়ে কোরআন ও হাদিসের বাণী তুলে ধরেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, “তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানাবে, ভালো কাজের নির্দেশ দেবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। তারাই সফলকাম।” (সুরা আল-ইমরান, আয়াত ১০৪)
কমিটি আশা প্রকাশ করেছে যে, এই দায়িত্বশীল নেতৃত্ব স্থানীয় পর্যায়ে জামায়াতের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করবে এবং জনগণের কল্যাণে কাজ করবে।