বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন

ইবি,র বিত্তিপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ঘটতে পারে সংঘর্ষ

Reporter Name / ১১৭ Time View
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

 

স্টাফ রিপোটারঃ

আগামী ২৮ ডিসেম্বর ২০২৪ তারিখ শনিবার অনুষ্ঠিতব্য নির্বাচন ঘিরে ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে গোটা বিত্তিপাড়া কুঠি বাজারের অলিগলি।

সরেজমিনে ঘুরে বিভিন্ন প্রার্থী, সাধারণ ভোটার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের বিত্তিপাড়া কুঠি বাজার একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে খ্যাত। এখানে রয়েছে হাজার খানেক ব্যবসায়িক প্রতিষ্ঠান। বাজারটির রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের গতি ধারা বাজার কমিটির ওপর নির্ভরশীল। যে কারণে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একটি স্বচ্ছ ও কর্মঠ কমিটির বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় ব্যবসায়ী ভোটাররা ব্যালটের মাধ্যমে নির্বাচিত করবেন তাদের পছন্দের প্রার্থীকে।

এদিকে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসে প্রার্থীরা নিজেদের স্বচ্ছতা ও দক্ষতা তুলে ধরে বাজার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিরামহীনভাবে ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। খোশামোদ ও তোষামোদীতে সোনায় সোহাগা যেন ভোটাররা। ভোটাররা বলছেন বাজারের উন্নয়নে কাজ করবে এমন নেতৃত্ব বাছাই করবেন তারা।

তবে পূর্বে ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত না হওয়ায় অনেক ব্যবসায়ী অন্য মত পোষন করেছে।তারা বলছে বিগত বছর গুলোতে যারা দায়িত্ব পাল ন করেছে তারা ঠিক মত হিসাব আমাদের সাধারণ ব্যবসায়ীদের দিতে পারে নি।তাই আমরা অনেক ভেবে চিন্তে ভোট দিবো।

এইদিকে আব্দুল হান্নান পরিষদ ও শাহিন পরিষদ ভোটের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।আব্দুল হান্নান বাংলাদেশ জামায়াতে ইসলামী পক্ষ থেকে সভাপতি পদে লড়বেন বলে জানা যায়।

এইদিকে উজানগ্রাম ইউনিয়ন বি এন পির নেতাবৃন্দরা বলেন,বিত্তিপাড়া কুঠি বাজার বণিক সমিতির ভোটে আওয়ামীলীগের কিছু নামধারী ভোট করছে বলে আমরা উজানগ্রাম ইউনিয়ন বিএনপি ভোটে অংশগ্রহণ করেনি।

এইদিকে নির্বাচন কে কেন্দ্র করে বাড়ছে দিন দিন কৌতুহল।শুশীল সমাজ বলছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অতীতে অনেক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। প্রশাসনকে সব দিকে খেয়াল রাখা প্রয়োজন। তবে নানা রকম বিশৃঙ্খলা ও অনিয়মের মত ঘটনা ঘটতে পারে বলেও এলাকা বাসির মধ্যে ও আতংক বিরাজ কোরছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর

You cannot copy content of this page

You cannot copy content of this page