মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

ইবি,র উজানগ্রাম ইউনিয়নে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ১১৭ Time View
Update : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

আজিজুল ইসলামঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে আগামী ৩ মাসের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে কৃষক দলের নেতৃত্বে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। (৯ নভেম্বর) জাতীয়তাবাদী কৃষক দলের প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি।তারই ধারাবাহিকতায় আজ ২৪/১২/২০২৪ খ্রীঃ মঙ্গলবার বিকেল ৩টার দিকে কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার উজানগ্রাম ইউনিয়নের সোনাইডাঙ্গাগ্রামে কৃষক দলের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন আরিফুর রহমান সুমন জাতীয়তাবাদী কৃষক দল কুষ্টিয়া জেলা শাখা,অ্যাডভোকেট নুরুল ইসলাম সদস্য সচিব জাতীয়তাবাদী কৃষক দল কুষ্টিয়া জেলা,মমিনুল ইসলাম আহ্বায়ক জাতীয়তাবাদী কৃষক দল সদর উপজেলা। আশরাফুল ইসলাম সদস্য সচিব জাতীয়তাবাদী কৃষক দল সদর উপজেলা, সাইফুল ইসলাম ভূট্ট সাবেক সভাপতি উজানগ্রাম ইউনিয়ন বিএনপি, আব্দুল মজিদ সাধারণ সম্পাদক উজানগ্রাম ইউনিয়ন বিএনপি,মোঃ সাধু বিপ্লব হোসেন আহ্বায়ক উজাগ্রাম ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দল,সুজন রহমান সদস্য উজানগ্রাম ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দল, প্রফেসর আব্দুল মজিদ ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক ইউনিয়ন যুবদল,সহ স্থানীয় নেতা কর্মীরাএছাড়া উপস্থিত ছিলেন উজানগ্রাম ইউনিয়ন কৃষি কর্মকর্তা সাইদুর রহমান ও আশরাফ সিদ্দিক।

আরিফুর রহমান সুমন বলেন,কৃষকদের বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে আমাদের উৎপাদন বাড়াতে হবে। আমরা প্রতিটি জিনিসের দাম কমাতে চাই। কৃষকের পানির সুবিধা, সংরক্ষণ ও মাটির নিচে পানির ব্যবহার কমাতে বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবারও শুরু হবে। এছাড়াও কৃষি খাতে দৃষ্টি দেয়ার পাশাপাশি কৃষিপণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের উদ্যোগ নেওয়া হবে।
নুরুল ইসলাম বলেন যেখানে কৃষি সংক্রান্ত সমস্যাগুলো জানার চেষ্টা করা হবে। পরবর্তীতে জনগণের সমর্থনে সরকার গঠনের পর কৃষকদের সেসব সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো।
আরো উপস্থিথ ছিলেন,শরিফুল ইসলাম,যুগ্ন আহবায়ক উজানগ্রাম ইউনিয়ন বিএনপি,শামিম টোকেন, সাংগাঠনিক সসম্পাদক উজানগ্রাম ইউনিয়ন বিএনপি,সাইফুল ইসলাম,যুগ্ন আহবায়ক, আশরাফুল আলম মিন্টু ছাত্র বিষয়ক সম্পাদক উজানগ্রাম ইউনিয়ন বিএনপি।রাশিদুল ইসলাম রাসেল ছাত্রদল।
বিশেষ দৃষ্টিগোচর বিষয় ছিল যে, নেতাকর্মীরা প্রোগ্রামের পুরো সময় মাটিতে বসে সাধারণ মানুষের সঙ্গে অংশগ্রহণ করেন। এ পরিবেশ কৃষকদের সঙ্গে তাদের আত্মিক সংযোগ এবং সাধারণ জীবনের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এই ধরনের অনন্য দৃশ্য উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করেছে এবং অনুপ্রেরণা যুগিয়েছে।

আলোচনায় কৃষকদের বিভিন্ন সমস্যার ওপর আলোকপাত করা হয়। উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে ছিল সেচের অপ্রতুলতা, আধুনিক কৃষি প্রযুক্তির অভাব, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, এবং উচ্চমূল্যের কৃষি উপকরণ। আলোচকরা সমস্যাগুলোর দ্রুত সমাধানের উপায় নিয়ে মতবিনিময় করেন এবং সরকারের সংশ্লিষ্ট দফতরকে এসব বিষয়ে কার্যকর ভূমিকা নিতে আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে নেতা কর্মী ও কৃষক ও কৃষানীরা এক কাতারে বসে খাবার খেয়েছেন।এমন ঘটনায় উজানগ্রাম ইউনিয়ন কৃষকদলের যুগ্ন আহবায়ক মোঃ সাধু বিপ্লবকে এই সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন সাধুবাদ জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা সহ ইউনিয়নের কৃষক ও কৃষানিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর

You cannot copy content of this page

You cannot copy content of this page