সাধারণ ভোটারের অবৈধ্য ভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন

নিজেস্ব প্রতিনিধি ঃ
রাত পোহালেই ২৮ ডিসেম্বর ২০২৪ তারিখ শনিবার অনুষ্ঠিতব্য বিত্তিপাড়া বণিক সমিতির নির্বাচন ঘিরে চলছে উত্তেজনা,বেশ উতপ্ত বিত্তিপাড়া বাজার এলাকা।শুক্রবার সকালে ও বিকেলে বাজারের চারিদিকে বেশ কিছু মানুষদের জটলা দেখা যায়।যেনো কখন বিত্তিপাড়া বাজারে আবার রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়ে যায়।অবস্থা খারাপ দেখে বিত্তিপাড়া বাজারের বেশ কিছু যায়গা ইবি থানা পুলিশের কঠোর অবস্থানে থাকতে দেখা যায়।পূর্বে উজানগ্রাম ইউনিয়নে যত মারামারি সংঘর্ষ হয়েছে সব,বাজারকে কেন্দ্র করে।সেই আগুনের ধোয়া এখনো উড়তে দেখা যায়।তার রেশ কাটতে না কাটতেই আবারো বিত্তিপাড়া বাজার কমিটির নির্বাচন।
তবে এই বাজারে এমন কর্মকান্ড দেখে কিছু পথচারি ও এলাকার কিছু ব্যবসায়ীরা জানান,সকালে ভোটকে কেন্দ্র করে এমন উত্তেজনা সৃষ্টি হয়েছে।আমরা সাধারণ ভোটার বেশ বিপদে আছি,তবে যা হোক ভালো কিছুই আমরা আশাবাদী।তবে এই ভোট নিয়ে এলাকায় বা বিত্তিপাড়া বাজারে মারামারি, রক্তক্ষয়ী সংঘর্ষ হোক আমরা তা চাই না।
সরেজমিনে বিত্তিপাড়া বাজার ঘুরে বিভিন্ন প্রার্থী, সাধারণ ভোটার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের বিত্তিপাড়া কুঠি বাজার একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে খ্যাত। এখানে রয়েছে হাজার খানেক ব্যবসায়িক প্রতিষ্ঠান। বাজারটির রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের গতি ধারা বাজার কমিটির ওপর নির্ভরশীল। যে কারণে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একটি স্বচ্ছ ও কর্মঠ কমিটির বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় ব্যবসায়ী ভোটাররা ব্যালটের মাধ্যমে নির্বাচিত করবেন তাদের পছন্দের প্রার্থীকে।
তবে পূর্বে ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত না হওয়ায় অনেক ব্যবসায়ী অন্য মত পোষন করেছে।তারা বলছে বিগত বছর গুলোতে যারা দায়িত্ব পালন করেছে তারা ঠিক মত হিসাব আমাদের সাধারণ ব্যবসায়ীদের হিসবে দিতে পারে নি।তাই আমরা অনেক ভেবে চিন্তে ভোট দিবো।প্রায় ১৫ বছর আওয়ামীলীগের দোষররা তারা বাজারকে লুটে খেয়েছে।চুরি ছিনতাই ডাকাতির শেষ ছিলো না।
এইদিকে উজানগ্রাম ইউনিয়ন বি এন পির নেতাবৃন্দরা সাথে কথা বল্লে তারা জানান নির্বাচন কমিশন নিজেই একজন সাধারন ভোটার, সে খসড়া ভোটার তালিকা প্রনয়ণ না করেই ভোটের কার্যক্রম শুরু করেছে।এতে প্রায় অসংখ্য ভোটার বাদ পড়েছে।বিত্তিপাড়া বাজারে সকল ব্যবসায়ীদেরকে নিয়ে কোন উন্মুক্ত আলোচানা করে নাই।তাছাড়া বর্তমানে উপদেষ্টা পরিষদের সবাই নির্বাচন সম্পর্কে আবগত না।.নির্বাচন কমিশন নিজেই একজন ভোটার সে কিভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করে।এতে শুধু নাম মাত্র ভোট হবে।এই ভোট সাধারণ ব্যবসায়ীদের কাছে গ্রহণ যোগ্য হবে না।এই নিয়ে বিত্তিপাড়া বাজার এলাকায় চলছে উত্তেজনা।