পাটিকাবাড়ি ইউনিয়ন জামায়াতের উদ্দোগে হুইলচেয়ার প্রদান।

সামছুল হক রুবেল।।
কুষ্টিয়া জেলার ইবি থানার পাটিকাবাড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মো: নবীছদ্দীন (কুটি) এর ছেলে মো: অনিক কে পাটিকাবাড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ বিভাগের পক্ষ থেকে হুইলচেয়ার প্রদান করেন। উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি থানার সহকারী সেক্রেটারি ইব্রাহিম খলিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আমীর মো ইকবাল হোসেন, ইউনিয়ন সেক্রেটারি মো উসমান গনী, ৭ নং ওয়ার্ড সেক্রেটারি মো রিপন আলি, নান্দিয়া মক্তব ইউনিটের সভাপতি মো খাদেমুল ইসলাম খোকন, হাশেম আলী, জাহাঙ্গীর, জোয়াদ আলী, প্রমূখ।