কোম্পানীগঞ্জে বেসরকারি শিক্ষকদের অনির্দিষ্ট কর্ম বিরতি
নিজস্ব প্রতিনিধি:
২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা ও অন্যান্য দাবি বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বেসরকারি এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) থেকে এই কর্মসূচি কার্যকর হয়।
কর্মবিরতির কারণে উপজেলার কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুল, বসুরহাট ইসলামিয়া কামিল মাদরাসা, বামনী আছিরিয়া ফাজিল মাদরাসা, আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয়, রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়, আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার সকল বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।
এর আগে রোববার (১২ অক্টোবর) বিকেলে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি শিক্ষা জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরকারের উদ্দেশে সোমবারের মধ্যে বাড়িভাড়ার প্রজ্ঞাপন জারির আলটিমেটামও দেওয়া হয়।
এদিকে, দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ চালানো এবং কয়েকজন শিক্ষককে আটকের ঘটনায় শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। শিক্ষকরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের শাস্তি ও পুলিশি নির্যাতনের বিচার দাবি করেছেন।
কর্মবিরতি চলাকালে কোম্পানীগঞ্জের শিক্ষক নেতারা জানান, সরকারের পক্ষ থেকে দাবি পূরণের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন তারা।








