কুষ্টিয়ায় সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি বাচ্চু ও সম্পাদক অপু
নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (রেজি: নং খুলনা-২০৬৯)-এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের নির্বাচনে সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু সভাপতি এবং শামিমুল হাসান অপু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর ইউনিয়নের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ১লা নভেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। এর ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র ক্রয়ের সময়সীমা নির্ধারণ করা হয় ১৪ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত এবং প্রত্যাহারের শেষ দিন ছিল ২৩ অক্টোবর। প্রতীক বরাদ্দের দিন নির্ধারিত ছিল ২৫ অক্টোবর।
৯টি পদের বিপরীতে মোট ১২টি মনোনয়নপত্র বিক্রি হয়। এর মধ্যে ২ জন মনোনয়নপত্র জমা না দেয়া এবং ২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে কোন পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুর রাজ্জাক বাচ্চু সভাপতি, মজিবুল শেখ সহ-সভাপতি, এ্যাড. শামিম উল হাসান অপু, সাধারণ সম্পাদক, এম. এ. জিহাদ যুগ্ম সাধারণ সম্পাদক, এনামুল হক কোষাধ্যক্ষ, এস. এম. মাহফুজ উর রহমান, দপ্তর সম্পাদক, শাহারিয়া ইমন রুবেল প্রচার সম্পাদক ও তুহিন আহমেদ, কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়।
তবে সাংগঠনিক সম্পাদক পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় ঐ পদটি শূন্য রয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার শেহাবউদ্দিন আহাম্মেদ, নির্বাচন কমিশনার মিরাজুল ইসলাম এবং কমিশন সদস্য আসলাম আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।








