শিরোনামঃ
আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে কুষ্টিয়ায় ‘সাগর মুন্সী আইডিয়াল একাডেমি’র উদ্বোধন
নিউজ ডেক্সঃ
কুষ্টিয়ায় ‘সাগর মুন্সী আইডিয়াল একাডেমি’র শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেল ৩টায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে একাডেমির উদ্বোধন করেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। উদ্বোধনী বক্তব্যে তিনি প্রকৃত মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করে গড়ে তুলতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে হোসাইন মোহাম্মদ সেলিম একটি আধুনিক, সমন্বিত ও নৈতিক শিক্ষাব্যবস্থার রূপরেখা তুলে ধরেন। তিনি এই একাডেমিকে একটি ‘জ্ঞানের বাগান’ হিসেবে অভিহিত করে বলেন, “আমরা এমন এক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে পুঁথিগত বিদ্যার চেয়ে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দেওয়া হবে। বর্তমান সময়ে শিশুদের মোবাইল ফোনে আসক্তি রাসেলের ভাইপার সাপের চেয়েও ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। তাই এই প্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ থাকবে, যেন শিক্ষার্থীরা বিপথগামী না হয়ে প্রকৃত শিক্ষায় মননিবেশ করতে পারে।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হলো এমন এক প্রজন্ম তৈরি করা, যারা আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি, ভাষা ও আন্তর্জাতিক মানের জ্ঞান অর্জন করবে, আবার একইসাথে তারা হবে সৎ, যোগ্য ও খোদাভীরু। তারা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, জীবনে কখনো মিথ্যা বলবে না, কোনো প্রকার প্রলোভনে পড়ে প্রতারণা বা ঘুষ-সুদের মতো সামাজিক অপরাধে জড়াবে না। দেশপ্রেম ও মানবতার শিক্ষায় তারা হবে একেকজন আদর্শ নাগরিক। আমাদের বিশ্বাস, আলাদা আলাদা ধর্মীয় বা জাগতিক শিক্ষা নয়, বরং একটি সমন্বিত ব্যবস্থার মাধ্যমেই বর্তমান বিশ্বের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।”
সাগর মুন্সী আইডিয়াল একাডেমি ম্যানেজিং কমিটির সভাপতি মো. মিজানুর রহমান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, বিশিষ্ট সমাজসেবক মো. নিজাম মুন্সী, বিশিষ্ট ব্যবসায়ী মো. রেজাউল মুন্সী, মো. আ. হান্নান মুন্সী এবং একাডেমির প্রধান শিক্ষক মো. আজমল হোসাইন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিপুল সংখ্যক সুধীজন উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, এই প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষা বিস্তারে এবং শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে মাইলফলক হিসেবে কাজ করবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর








