দৌলতপুর আসনে (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপির নেতা হাবলু মোল্লা
মো রনিঃ
কুষ্টিয়া,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা।সোমবার ২২ ডিসেম্বর বিকেলে দলীয় সমর্থক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
সহকারী রিটার্নিং অফিসার ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ এর পক্ষে মনোনয়ন ফরম প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ।
আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে লড়বেন।এ সময় উপস্থিত নেতাকর্মীরা জানান দীর্ঘদিন ধরে দৌলতপুর উপজেলায়, আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা সাংগঠনিক কার্যক্রম ও জনসম্পৃক্ত রাজনীতির মাধ্যমে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। মনোনয়ন বঞ্চিত হলেও তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বিবেচনায় নিয়ে নেতাকর্মীরা তাকে নির্বাচনী লড়াইয়ে দেখতে চান।
মনোনয়ন ফরম উত্তোলনের সময় উপস্থিত ছিলেন,দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আলহাজ্ব মোঃ আলতাফ হোসেন,কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক জিএস মোঃ লাবলু,যুবদল নেতা সুমনসহ বিএনপি’র অন্যান্য নেতাকর্মীরা








