কুষ্টিয়ায় বিজিবির পৃথক দুইটি অভিযানে ২১ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট আটক
সেলিম রেজা রনিঃ
কুষ্টিয়ায় পৃথক দুইটি অভিযান চালিয়ে ২১লাখ ৩০ হাজার টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ ডিসেম্বর দুপুর ১টা ১০ মিনিটে সময় কুষ্টিয়া মিরপুর বাসষ্টান্ড এলাকা থেকে হাবিরদার মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে মেহেরপুর টু কুষ্টিয়াগামী আলহাজ্ব বাস তল্লাশী করে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য-২১,০০,০০০/- (একুশ লক্ষ) টাকা।
অন্যদিকে, ওই দিন আনুমানিক দুপুর ১২টা ১০ মিনিটের সময়
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৭/৭-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বর্ডার পাড়া নামক স্থান হতে নম্বর-৬৬৭৯২ নায়েক বুলবুল হাসান এর নেতৃত্বে নিয়মিত টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৫০ কেজি ডিএপি সার আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য- ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা।
আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সর্বমোট সিজারমূল্য- ২১,৩০,০০০/- (একুশ লক্ষ ত্রিশ হাজার) টাকা।
গৃহীত ব্যবস্থাঃ মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার ষ্টোরে এবং চোরাচালানী মালামাল কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাকারবারীসহ মাদক আটকে বিজিবি কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।








