আর কত ছাত্রের প্রাণ ঝড়লে টনক নড়বে স্কুল কর্তৃপক্ষের মহাসড়কের পাশে প্রতিতি বিদ্যালয় অপসারনের দাবী এলাকাবাসীর

আজিজল ইসলামঃ
আজও প্রতিতি বিদ্যালয়ের গেটে রিক্সার ধা*ক্কায় অকালে প্রাণ হারালেন প্রতিতি বিদ্যালয়ের মুসকান নামের ৫ বছরের স্কুল ছাত্রী। ১৫ দিন আগেও একই স্থানে ঝড়ে যায় আরো একটি ছাত্রর প্রাণ।স্কুল কর্তৃপক্ষের নেই কোন পদক্ষেপ।স্কুল কর্তৃপক্ষ গুরুত্বহীন। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য ডিসি, এসপি অফিসে ৫০,বার চিঠি দিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি।এইদিকে মাহাসড়কের পাসে এমন স্কুল নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে অনেক বার,সেখানে ছাত্র,ছাত্রীদের সুরক্ষার জন্য জেবরা ক্রচিং কিংবা বিট দরকার ছিলো। এইদিকে অধিকাংশ অভিভাবক বলছে যে প্রতিতি বিদ্যালয় কোন ভাবেই এমন মেইন রাস্তার পাশে মানায় না। আমরা চাই মহাসড়ক থেকে একটু দূরে হোক।আমরা আমাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এইভাবে মৃত্যের কোলে ছেড়ে দিতে পারি না। একদিকে মহাসড়ক অন্য দিকে হাজার হাজার গাড়ির চলাচল।এত ব্যস্ততম শহরের পাশে স্কুল চলে না।মানুষের ছোট বাচ্চাদের স্কুল সব সময় নিরিবিলি স্থানে হলে ভালো হয়।ছোট,ছোট বাচ্চাদের স্কুলে যাওয়া নিয়ে অনিশ্চিত হয়ে পরেছে ছাত্র,ছাত্রীর বাবা,মায়েরা। মুঠোফোনে একজন অভিভাবকের সাথে কথা বলে জানা যায় যে আগামীকাল সোমাবার ব্যস্ততম মহাসড়কের পাশে থেকে স্কুল অপসারনের দাবী তুলে মানবন্ধন করবে এলাকাবাসী।