গাংনীতে ২১ বোতল ফেনসিডিল উদ্ধার

গাংনী প্রতিনিধিঃ সাগর রানা
মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১ বোতল ফেনসিডিল ও একটি পাখিভ্যান জব্দ করেছে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা।
রবিবার সকাল ৭ টার দিকে উপজেলার দেবীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।এসময় পুলিশের ধাওয়া খেয়ে চালক পাখি ভ্যানটি ফেলে রেখে পালিয়ে যায়।
বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই মো: মহিবুল হক বলেন, গাংনী উপজেলার দেবীপুর সড়ক দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো: মাজহারুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে দেবীপুর বাজার এলাকা থেকে ২১ বোতল ফেনসিডিল ও একটি পাখি ভ্যান উদ্ধার করে।
তিনি আরও বলেন, পুলিশের ধাওয়া খেয়ে চালক পাখি ভ্যানটি খালের মধ্যে নামিয়ে দিয়ে পালিয়ে যায়।পরে স্থানীয়দের সহায়তায় পাখি ভ্যানটি খাল থেকে তোলা হয়।মাদক বহনের সাথে যারা জড়িত তাদের সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।এসময় ভ্যানটি পুলিশ হেফাজতে নেয়া হয়।