নারী সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় জনতার হাতে মকগুল আটক

নিউজ ডেক্সঃ
কুষ্টিয়া সদর উপজেলা বটতৈল ইউনিয়নে বটতৈল ভাদালিয়া পাড়া গ্রামে নির্জন এক বাড়িতে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় জনতার হাতে আটক হয়,বটতৈল দক্ষিণ পাড়া গ্রামের হযরত আলীর ছেলে মকগুল(৫০)এবং একই গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক ছদ্মনাম(হহ)স্ত্রী।
ঘটনার এলাকা সূত্রে জানাযায় সকাল ১০ঘটিকার সময় ভাদালিয়া বিসমিল্লাহ ট্রের্ডাসের মালিক ক্রয়কৃত সম্পতি উপরে টিন সেট বিশিষ্ঠ বাড়িতে ঐ নারীকে নিয়ে অবস্থান করলে এলাকা বাসির সন্দেহ হয়।উভয় দরজা বন্ধ করে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় এলাকা বাসি হাতে নাতে ধরে। তারা আরো জানান এই বাড়িতে বিগত দিন গুলোতে নিত্য নতুন মহিলা প্রায় আনাগোনা করতেন। বিসমিল্লাহ ট্রেডার্স এর মালিক মকবুল বিষয় জানা সত্তেও কোন কন্যপাত করে না।সে নিজেও এই কাজের সাথে জরিত।
এবিষয় বটতৈল ৩নংওয়ার্ড ভাদালিয়াপাড়ার ইউপি সদস্য সাইফুল ইসলাম সাথে কথা বললে,তিনি জানান ঘটনা সত্য আমি ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনায়।এলাকাবাসীর মুখে বিষয় শুনেছি।