বিএনপির ত্যাগী নেতা ডাক্তার আঃ মজিদ কে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল

শামিম মন্ডলঃ
কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নের বিএনপির ত্যাগী নেতা ডাক্তার আব্দুল মজিদ কে নিয়ে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগের দোষরা।দীর্ঘ ১৭বছর জেল জুলুম ও নির্যাতনে শিকার হয় তিনি তবুও দল ছাড়েনী এই ত্যাগী নেতা।হঠাৎ বটতৈল ইউনিয়ন যুবলীগের কমিটি ছবি ও তার নিজের ছবি ফেইসবুকে আপলোড করে অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্র মহল এবিষয়ে ডাক্তার আব্দুল মজিদের দৃষ্টিগোচন হলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি সাংবাদিকদের জানান যারা আমার ছবি দিয়ে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করেছি।যে কমিটি ফেইসবুকে আমাকে ইঙ্গিত করে অপপ্রচার চালাচ্ছে তিনি আমি নয়,ঐ যুবলীগের কমিটি সহসভাপতি যে আব্দুল মজিদ তিনি আমি নয়,তাহার বাড়ি কবুরহাট মাদ্রাসাপাড়া গ্রামের রুজদার আলি ছেলে আব্দুল মজিদ তিনি একজন যুবলীগের সক্রিয় কর্মি।তিনি নাশকতা মামলাতে জেল হাজতে রয়েছে।নামের মিল থাকায় আওয়ামীলীগ দোষরা ফায়দা লুটার চেষ্টা ও আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।এ বিষয় সিনিয়র নেতাদের সাথে আলাপ করেছি তারা জানিয়েছে যে সব হাইব্রিড বিএনপির নেতারা আওয়ামী লীগ দোষরদের সাথে আতাত করছে ও জরিতো থেকে বিএনপির ত্যাগী নেতাদের হয়রানি করাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এবিষয় বটতৈল ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আইনাল প্রামানিক এর সাথে কথা হলে তিনি জানান,ডাঃ মজিদ একজন ত্যাগী নেতা তাকে নিয়ে একটি মহল খেলছে এরা হাইব্রিড বিএনপি।আওয়ামীলিগ নেতাদের নির্দেশে কাজ করছে অচিরে এদের মুখোশ উম্মোচন হবে।