মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

অসুস্থ পুত্রবধূকে দেখতে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল ৮ জনের

Reporter Name / ৬১ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

সেলিম রেজা রনিঃ

নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় চালকসহ ৮ জন মাইক্রোবাসযাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার আড়াইমারি তরমুজ পাম্প এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা সবাই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদাহ গ্রামের বাসিন্দা।

নিহতরা হলেন- জাহিদুল ইসলাম ফরাজী (৫৮), তার স্ত্রী সেলিনা বেগম (৫২), বোন রোসনায়ারা আক্তার ইতি (৪৮), চাচাতো বোন আয়োয়ারা বেগম (৫২), চাচাতো ভাবী আমেনা খাতুন আনু (৫০), শাশুড়ি আঞ্জুমানয়ারা খাতুন (৭৪), শালিকা সীমা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসের চালক মেহেরপুর জেলার গাংনী উপজেলার নবীরুদ্দিনের ছেলে সাহাব হোসেন রুবেল (৩৫)।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ঢাকা থেকে রাজশাহীগামী একটি সিমেন্টবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৪৮৬৪) বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে, কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৬-৯৭৯২) অন্য একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকটির নিচে চাপা পড়ে। এতে মাইক্রোবাসের ভেতরে থাকা চালকসহ ৫ জন ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ও গুরুদাসপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে একজনের মৃত্যু হয়। এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভ্ইা ইসমাইল হোসেন ফরাহি বলেন, নিহতরা সবাই তার আত্মীয়। তারা সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার নান্দীরামধু গ্রামে অসুস্থ পুত্রবধূ শাফিয়া বেগমকে দেখতে যাচ্ছিলেন। কিন্তু পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
এদিকে বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, নিহতদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া ও অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
দৌলতপুর থানার ওসি সোলায়মান শেখ বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাটি খুবই মর্মান্তিক।ঘটনাস্থলের সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হচ্ছে। লাশ নিহতদের গ্রামের বাড়িতে আনার জন্য স্বজনদের সহযোগিতা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর

You cannot copy content of this page

You cannot copy content of this page