বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২১ অপরাহ্ন

আজ নতুন ৭জন প্রতিমন্ত্রী শপথ বাক্যপাঠ

Reporter Name / ২৮০ Time View
Update : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

ডেক্সঃ

শপথ নিয়েছেন নতুন সাতজন প্রতিমন্ত্রী। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ নেওয়া প্রতিমন্ত্রীদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ। তারা হলেন- মো. শহীদুজ্জামান সরকার, মো. আব্দুল ওয়াদুদ ও মো. নজরুল ইসলাম চৌধুরী। নারী প্রতিমন্ত্রী হচ্ছেন, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয় সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক বেগম শামসুন নাহার, অর্থ ও পরিকল্পনা সম্পাদক বেগম ওয়াসিকা আয়শা খান ও বেগম নাহিদ ইজাহার খান।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিকালের পর থেকেই একে একে বঙ্গভবনে প্রবেশ করেন ডাক পাওয়া সদস্যরা। দ্বাদশ জাতীয় নির্বাচনের পর সরকার গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দ্বিতীয় দফায় মন্ত্রিসভায় আরও সাতজন নতুন সদস্য যুক্ত হয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে তাদের নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এরই মধ্যে নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের জন্য ৭টা নতুন গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নতুন সরকার হিসেবে শপথ নিয়েছে গত ১১ জানুয়ারি। ওইদিন নতুন সরকারের ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী শপথ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর

You cannot copy content of this page

You cannot copy content of this page