প্রকাশের ১৩তম বর্ষে সত্যখবর

ডেক্সঃ
কুষ্টিয়া থেকে প্রকাশিত বহুল প্রচারিত ‘দৈনিক সত্যখবর’ পত্রিকা অগ্নিঝরা মার্চের ১ম দিনে এক যুগ পেরিয়ে ১৩তম বর্ষে পদার্পণ করলো। দিন পেরিয়ে সপ্তাহ, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর, বছরের পর বছর পত্রিকাটি প্রকাশিত হয়ে আসছে। পত্রিকা নিয়মিত প্রকাশনায় আমরা কখনো কার্পণ্যেতা করেনি। সত্যের বানী নিয়ে যাত্রা শুরু করা দৈনিক সত্যখবর কখনও মিথ্যার আশ্রয় নেয়নি। সমাজের ধনী, বিত্তশালী ও শক্তিধর কারোর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে আমরা কখনও পিছুপা হয়নি। তাই “আমরা সৃষ্টিকর্তাকে ছাড়া কাউকে ভয় পাই না” এই পণ বুকে বেধে পথ চলছি। পক্ষপাতিত্ব না করে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আসছি আমরা। সত্যের পথে থাকায় আমাদের পথচলায় এসেছে নানা বাধা-বিপত্তি। চরমপন্থী সন্ত্রাসীদের রক্তচক্ষুকে আমরা ভয় করি নাই। দুর্নীতি, অনিয়ম, টেন্ডারবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে আমরা কখনো ভীত হয়নি। কুষ্টিয়ার মতো অঞ্চল থেকে পত্রিকাটি নিয়মিত প্রকাশ করা খুব একটা সহজ ছিল না আমাদের জন্য। আর এ সফলতার পেছনে রয়েছে এক ঝাক তরুণের পত্রিকাটির প্রতি ভালবাসা, দায়িত্ববোধ, কঠোর শ্রম ও আর দমে না যাওয়ার প্রতিশ্র“তিতা। আমরা অর্থের পিছে না ছুটে সংবাদের পেছনে ছুটেছি। তাই কুষ্টিয়ার আনাচে কানাচে সকল মানুষের হাতে সত্যখবর পত্রিকা।
আমরা সৃষ্টিকর্তা ছাড়া কাউকে ভয় পায় না” এ স্লোগানটির যথার্ততা প্রমাণের সবচেয়ে বড় স্বাক্ষী এই পত্রিকার পাঠকেরা। আমরা সবসময় চেষ্টা করেছি কারো রক্তচক্ষুকে ভয় না করে সামনে এগিয়ে যাওয়ার। আর সত্যখবর সত্য সংবাদ তুলে ধরায় অপরাধীদের কাছে আমাদের হতে হয়েছে শত্র“তে পরিণত। আমরা জানি, সত্যখবরে সত্য সংবাদ তুলে ধরার কারণে যেকোন দিন সাংবাদিক সাগর-রুনি অথবা সাংবাদিক রুবেল এর মতো পরিণত হতে পারে। যার বিচার হয়তো কোনদিন নাও পেতে পারে আমাদের পরিবার। তবুও সত্যখবরে সত্য সংবাদ তুলে ধরতে এক পা পিঁছপা হবো না আমরা। সত্যখবরের দীর্ঘ এ পথ চলার সারথী প্রিয় পাঠক, শুভাঙ্খী, শুভানুধ্যায়ীদের জানাই অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ ও ভালবাসা। আমাদের পথচলায় আপনারা হবেন আমাদের সহযোদ্ধা এই আশা ব্যক্ত করি।
হাসিবুর রহমান রিজু
প্রকাশক ও সম্পাদক
দৈনিক সত্যখবর