কুষ্টিয়া সদরে জিকে ক্যানালে নেই পানি মহাবিপদে কৃষকেরা

ধান চাষে লোকশান গুনতে হচ্ছে হাজার হাজার টাকা
আজিজুল ইসলামঃ যে দেশের কৃষককে দেশের রত্ন বলা হয়,সেই কৃষক আজ মহাবিপদে।কৃষক বাচলে যদি দেশ বাচে তাহলে ইবি এলাকার কৃষকেরা আজ বিপদে।পাশে নেই কেউ।শুধু নামেই কৃষকের পাশে,কাজে নেই।
কুষ্টিয়া সদরে প্রায় হাজার,হাজার বিঘা জমিতে ধান চাষ করা হয়।আর জিকে সেচের আওতায় প্রতি বছর এই ধান চাষ করা হয়।কিন্তু এবারের অবস্থা ভিন্ন।যেখানে ফেব্রুয়ারি মাসে ধান চাষের জন্য জমি চাষ করা হয়।সেখানে মার্চ মাস চলে যেতে চল্লেও পানি শুন্য জিকে ক্যানাল।
বাধ্য হয়ে ১১৫ টাকা ডিজেল তেল কিনে জমি চাষ করতে হচ্ছে।লোকশান গুন হচ্ছে হাজার হাজার টাকা। এই দিকে অনেক কৃষকেরা আবার জমি ফেলে রেখেছে চাষ না করে।জমি বর্গা চাষিরা চাষ বন্ধ করে দিয়েছে বলা জানা যায়।
অন্য বছরের তুলনায় এবার ধান চাষে বেশী লোকশান গুনতে হবে বলে ধারানা করছে ধান চাষ করা কৃষককেরা।
বলছে ১১৫ টাকা লিটার তেল কিনে ধান চাষ করা আমাদের সম্ভব না।আবার ধান বিক্রি করার সময় বাজারে সেই ভাবে ধানের দাম নেই।
এভাবে চলতে থাকলে ধান চাষ বাদ দিয়ে অন্য কোন চাষে মনোযোগ দিবে ইবি এলাকার কৃষকেরা।তারা এমনটাও জানিয়েছে যে তাদের এই দুঃখ, কষ্টের কথা বলার মত কেউ নেই।অনেক বার কৃষি অফিসারদের সাথে যোগাযোগ করেও কোন কাজে আসে নি।