আলীকদমে ব্যাটালিয়ন ৫৭ বিজিবি -পুলিশের যৌথ অভিযানে বার্মিজ গরু আটক

নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবান আলীকদমে ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) একটি চোরাচালান বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় দুটি বার্মিজ গরু আটক করেছে। গত সোমবার (৮ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে। বিজিবি সূত্র জানায়, ৮ সেপ্টেম্বর ভোর ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, অজ্ঞাত চোরাকারবারীরা মাতামুহুরী নদীর ভূচির মোড় এলাকা দিয়ে বার্মিজ গরু চোরাচালানের চেষ্টা করছে। তাৎক্ষণিকভাবে আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী-এর নির্দেশনায় বিজিবি ও আলীকদম থানা পুলিশের সমন্বয়ে একটি চৌকস দল ব্যাটালিয়ন সদর থেকে প্রায় ৬ কিমি পূর্বে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ভূচির মোড় নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় চোরাচালানকৃত ০২টি বার্মিজ গরু আটক করতে সক্ষম হয়। বিজিবি আস্থার সাথে সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান দমনে সর্বদা সচেষ্ট ও তৎপর রয়েছে। মাদকদ্রব্য ও গবাদি পশুসহ যেকোনো অবৈধ চোরাচালানি কার্যক্রম প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও বিজিবি তথা আলীকদম ব্যাটালিয়নের চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি