মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মিরপুর প্রেসক্লাব এমপিসির শ্রদ্ধা নিবেদন।

আশিক আলী।।
কুষ্টিয়ার মিরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মিরপুর প্রেসক্লাব, এমপিসির পক্ষ থেকে সকল শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৮টায় মিরপুর উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির সাথে মিলরেখে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন মিরপুর প্রেসক্লাব এমপিসির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাব এমপিসির আহবায়ক ও দৈনিক আরশিনগরের মিরপুর প্রতিনিধি, সোলাইমান হোসেন সুমন, মানবকন্ঠের মিরপুর প্রতিনিধি নাঈম খন্দকার, দৈনিক খবর ওয়ালার মিরপুর প্রতিনিধি আব্দুল আউয়াল,স্বাধীন দেশের প্রতিনিধি মোঃ আল আমিন,ভোরের চেতনার মিরপুর প্রতিনিধি আশিক হোসেন, দৈনিক সময়ের কাগজের মিরপুর প্রতিনিধি,মোঃ নাহিদুল ইসলাম রুবেল,দৈনিক পদ্মা গড়াই মিরপুর প্রতিনিধি মামুন বিশ্বাস,শিক্ষা বার্তার মিরপুর প্রতিনিধি আল মাহমুদ জিম, প্রমুখ।