সবার সাথে শিখবো প্রতিবন্ধী সংস্থার সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

বশির আহাম্মেদ চাঁদ(ষ্টাফ রিপোর্টার):
আজ ১০ই মার্চ বুধবার প্রতি বছরের ন্যয় সবার সাথে শিখবো প্রতিবন্ধী সংস্থা হাজরাহাটী, মিরপুর, কুষ্টিয়ার আয়োজনে হাজী মোঃ ফারুকুজ্জামন জন, চেয়ারম্যন ৯নং পোড়াদহ ইউনিয়ন পরিষদ, মোঃ আজগর আলী সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ, মোঃ রাজু আহাম্মেদ আহবায়ক,জেলা কৃষক লীগ কুষ্টিয়া, মোঃ আকরাম হোসেন(বাবু) চেয়ারম্যন মর্ডান প্লাইউড এন্ড উড প্রসেসিং কোম্পানী লিঃ এর সহযোগীতায় হত দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বিতরণ করেন সবার সাথে শিখবো প্রতিবন্ধী সংস্থার সভাপতি স্বপন আহাম্মেদ ও কম্পন জেলা প্রতিবন্ধী ফেডারেশনের সভাপতি মোঃ সোহেল রানা।