সরকারি চাউল আত্মসাৎ অভিযোগ হরিনারায়ণপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

আজিজুল ইসলামঃ
কুষ্টিয়ার ইবি থানার হরিনারায়ণপুর ইউপি চেয়ারম্যান
এবার একশো কার্ডের চাউল আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে
ভুক্তভোগীরা ইউনিয়ন পরিষদে এসে চাউল না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন।
বিষয়টি নিয়ে কুষ্টিয়ার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পেরে- চেয়ারম্যানকে বললেও তিনি তার কোন তোয়াক্কা করছে না বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি নিয়ে একজন ইউপি সদস্য জানান, চেয়ারম্যান দায়িত্ব গ্রহনের পর থেকেই একেরপর এক অনিয়ম করলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
তবে চেয়ারম্যানের সাথে কথা বলার চেষ্টা করেও তার সাক্ষাত পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।