মিরপুরে এসএসসি-৯৬ ব্যাচের ৩য় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

বশির আহাম্মেদ চাঁদ (ষ্টাফ রিপোর্টার):
আজ ১৩ই এপ্রিল ২০২৪ বাংলা ৩০ই চৈত্র ১৪৩০ রোজ শনিবার। বাঙালি প্রানের স্পন্দন এবং বাংলা সংস্কৃতির অংশ হিসেবে সারা পৃথিবীব্যাপী উদযাপন করে পহেলা বৈশাখ।আর মাত্র একদিন বাকি সারা পৃথিবীতে সাজ সাজ রব ঠিক এর একদিন আগেই কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় উদযাপিত হলো
বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে এসএসসি-৯৬ ব্যাচের ৩য় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৪। এর প্রতিপাদ্য বিষয় ছিল -যেমন ছিলাম তেমন আছি,বন্ধু তোমার পাশাপাশি।
মিরপুর মহিলা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ১৯৯৬ সালের এসএসসি ব্যাচের প্রায় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আয়োজক জাহাঙ্গীর আলম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ‘৯৬-ব্যাচ মিরপুর নামে একটি ফেসবুক গ্রুপ খোলেন। সেখানে যুক্ত হন পুরো উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ১৯৯৬ ব্যাচের বন্ধুরা। এরপর একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়। অনুষ্ঠানে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। দীর্ঘদিন পর একে অপরকে পেয়ে সেলফি তোলা, গল্প, আড্ডা, স্কুল জীবনের স্মৃতি আওড়ানো, সংসার জীবনের বর্তমান ব্যস্ততা—সব মিলিয়ে একটা প্রাণবন্ত উৎসবে মেতে ওঠেন সবাই। সবার গায়ে ছিল একই রঙের টি-শার্ট ও ক্যাপ।
দুপুরের খাবার
নাচ-গান, বিভিন্ন খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান পরিবেশন করেন ১৯৯৬ ব্যাচের বন্ধুরা নিজেরাই।
প্রত্যেকের স্কুল-কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ মেলে এই আয়োজনে। বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে যায় উপজেলার সব শিক্ষার্থী। এসএসসি-১৯৯৬ ব্যাচের শিক্ষার্থী বিভিন্নজন নানা পেশায় চলে গেছেন, তাদের মধ্যে অনেকে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, ব্যাংকার, অফিসার ইনচার্জ (ওসি),
সাংবাদিক, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, কেউবা আবার শিক্ষক ও ব্যবসায়ী। কেউবা প্রবাসী। কিন্তু পরিচয় সবার যেন এক, সেটা হলো তারা সবাই স্কুল বন্ধু’।
অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন এসএসসি -৯৬ ব্যাচের মিরপুর উপজেলার ছাত্র ছাত্রীরা।
আয়োজকরা আরো জানান, ভবিষ্যতে সব বন্ধু মিলে আমাদের এই ৯৬ ব্যাচকে সাংগঠনিক রূপ দেওয়ার মাধ্যমে আর্থিকভাবে যারা পিছিয়ে আছেন, কিংবা মেধাবী সন্তানদের পড়াশোনায় সহায়তা, বন্ধুদের যেকোনও বিপদে ও আনন্দে পাশে থাকা ও রাষ্ট্রীয় কোনও দুর্যোগে মানবিক কর্মকাণ্ডে মানুষের পাশে থাকবে।