মিরপুরে সাবেক চেয়্যারম্যানের গুলিতে ভ্যানচালক সহ আহত-২

মিরপুর প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের শিমুলিশা গ্রামে ১৩ এপ্রিল, শনিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে ভ্যানচালক সহ ২জন আহত হয়েছেন।
গুলিতে আহত হাসেম কাজী (৫৫) ও ভ্যাচালক রেজাউল খাঁ (৪৩)। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় মিরপুর থানা পুলিশ ফুলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাহার আলীসহ ২জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জাতীয় নির্বাচন কেন্দীক পূর্ব বিরোধের জের ধরে হাসেম গাজী কে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে হাসেম কাজী ও পথচারী ভ্যানচালক রেজাউল খাঁ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্হানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।পরে হাসেম গাজীর অবস্তার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেকর্ড করে এবং রেজাউল খাঁ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, মিরপুরের শিমুলিয়া গ্রামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। সাবেক চেয়ারম্যান
আতাহার আলীসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতোদের আইনের আওতায় নেওয়া জন্য অভিযান চলছে। পরবর্তী কোনো ঘটনা যাতে না হয়, সে জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনা সম্পর্কে মিরপুর থানার ওসি মোঃ মোস্তফা হাবিবুল্লাহ পিপিএম বলেন,আমি ঘটনাস্থলে আছি। সংঘর্ষের ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় সাবেক চেয়ারম্যান আতাহার আলীসহ দুইজনকে আটক করা হয়েছে। ঘটনা সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।