বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন

খাজানগরে বাবা কর্তৃক সন্তান চুরি, মায়ের কাছে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি!

Reporter Name / ২৪৭ Time View
Update : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

সামছুল হক রুবেলঃ

কুষ্টিয়া খাজানগর থেকে নিজ সন্তানকে চুরি করে ওই সন্তানের মায়ের কাছে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করছে বলে অভিযোগ করছেন মা আকতারা খাতুন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন সন্তানের মা । কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর আদর্শপাড়ায় গত ৩১ মার্চ এ ঘটে ঘটে।

অভিযোগ সূত্রে যানাযায়, খাজানগরের আতিয়ার সিকদারের মেয়ে মোছাঃ আকতারা খাতুনের মানিকগঞ্জ জেলার সিংড়া থানার দশহানী গ্রামের করম আলীর ছেলে বাস্ত (২৪) এর সাথে ৮ বছর আগে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ১পুত্র সন্তানের জন্ম হয়। তার নাম রাখা হয় আশরাফুল।

কিন্তু পরবর্তীতে দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় ৫ বৎসর পূর্বে কাজী অফিসের মাধ্যমে আমাদের তালাক প্রদান করা হয় এবং উক্ত আশরাফুলকে তার মায়ের নিকট হস্তান্তর করা হয়। এর পর আশরাফুলের মা অন্যত্র বিবাহ করেন এবং সন্তানকে নিয়েই দাম্পত্য জীবন অতিবাহিত করতে থাকে।

এরই একপর্যায়ে গত ৩১ মার্চ ২০২৪ সকালে ছেলের বাবাসহ অজ্ঞাতনামারা মায়ের অগোচরে শিশু পুত্র আশরাফুলা (৬)কে প্রলোভন দেখাইয়া চুরি করে নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে ০১৯৩১৪৪২৯৪২ নম্বর থেকে ফোনে ভিডিও কলের মাধ্যমে শিশু পুত্র আশরাফুলকে দেখানোর পর মা নিশ্চিত হন তার সন্তান চুরি করে নিয়ে গেছে।

এ বিষয়ে সন্তানের মা আকতারা খাতুন বলেন, তার সন্তান চুরি করে নিয়ে যাওয়ার পরে তার কাছে ছেলের মুক্তিপণ হিসেবে ৫০-৬০ হাজার টাকা দাবি করছে ছেলের বাবা। এ বিষয়ে তিনি কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর

You cannot copy content of this page

You cannot copy content of this page