মা-বাবার সঙ্গে অভিমানে মেয়ের আত্মহত্যা

মিরপুর প্রতিনিধিঃ
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের বেলগাছী গ্রামে মা-বাবার সঙ্গে অভিমান করে রজনী খাতুন(২৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাহার বাবার নাম আলম আলী।
আজ ১৬ই এপ্রিল মঙ্গলবার বেলা ১২টার দিকে গলায় ফাঁস দেয়ার পর ঘরের দরজা ভেঙ্গে স্হানীরা তাকে উদ্ধার করে ততক্ষনে সে মৃত্যু বরন করে।
রজনীর বাবা আজকের হাওয়া কে জানান, আমরা রজনীকে বিয়ে দেওয়ার পর উভয়ের মধ্যে বনি-বনা না হওয়ায় ডিভোর্স হয়ে যায়। সেই সংসারে তাহার একটি সন্তান আছে। পরে সন্তানটি বাবার কাছে দেয় সে। এ নিয়ে মাঝে মাঝে এসে মন খারাপ করে চলে। ভুগতে থাকে ডিপ্রেশনে। পরে দুপুরে খাওয়া-দাওয়া শেষে রজনী তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর দরজা খুলতে বললেও সে খুলছিল না। তখন সন্দেহ হলে পরিবারের লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে মিম গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে। পরে তাকে উদ্ধার করে ততক্ষণে মৃত মৃত্যুবরণ করে।