কুষ্টিয়ায় আইডিইবি’র সংবাদ সম্মেলন

খন্দকার আহসান হাবীব:
কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও সমাজে গ্রহণযোগ্যতা বৃদ্ধির প্রয়াসে শিক্ষা মন্ত্রণালয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি সমমান মর্যাদা প্রদানের উদ্যোগ গ্রহণের প্রেক্ষিতে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যুক্তিহীন বিরোধিতা এবং বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন আইডিইবির কুষ্টিয়া শাখার নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন আইডিইবির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন,সংগঠনের সহসভাপতি আব্দুল আওয়াল খান, বাদশা মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, অর্থ সম্পাদক মেজবাহুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদ উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইন, চাকুরি বিষয়ক সম্পাদক হারুন-অর রশিদ, জনসংযোগ ও প্রচার সম্পাদক শাহ জামাল প্রমুখ।