ইবি,র বিত্তিপাড়া প্রশাসনের সহায়তায় রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান

আজিজুল ইসলামঃ
১০/০৫/২০২৪,রবিবার
কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের বিত্তিপাড়া গ্রামে দুই পক্ষের রক্তক্ষয়ী সংর্ঘের অবসান।
১৯/০৫/২০২৪ তারিখ রবিবার সন্ধ্যায় কুষ্টিয়া বিত্তিপাড়ায় বিগত ঘটে যাওয়া সকল প্রকার রক্তক্ষয়ী সংঘর্ষ হানাহানি ভুলে গ্রামবাসীসবাই একসাথে আবার চলার অঙ্গিকারে আবদ্ধ হলেন।
এই সময় উপস্থিথ ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব,পার্থ প্রতিমশীল, মিরপুর,সার্কেল এসপি আঃ খালেক মহোদয়।
ইবি থানা অফিসার ইনচার্জ মামুন রহমান মহদোয়ের উপস্থিতে,বিত্তিপাড়া গ্রামের শান্তি বজায়ের উদ্দেশ্যে গ্রামবাসী একতাবদ্ধ।আজকের এই শান্তি বৈঠকে উপস্থিত ছিলেন উজানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন মোল্লা।
উপস্থিত ছিলেন উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মন্ডল মাতব্বর গন।
এলাকার লোকজন আরা মারামারি করবে না বলে ওয়াদা করেন।তবে এর পরেও বিত্তিপাড়া গ্রামের লোকজন কাটা,কাটি বা হানাহানি করলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে ইবি অফিসার ইনচার্জ জানান।